আলমডাঙ্গায় ২ বন্ধুর ধর্ষণের শিকার ২ বান্ধবী

 

আলমডাঙ্গায় ২ বন্ধুর ধর্ষণের শিকার ২ বান্ধবী 

(সূত্র:- নয়া দিগন্ত -০৯ নভেম্বর ২০২১, ২৪ কার্তিক ১৪২৮, ৩ রবিউল সানি ১৪৪৩ হিজরি)



চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দুই বান্ধবী তাদের দুই বন্ধুর ধর্ষণের শিকার হয়েছে দুই

বান্ধবী আলমডাঙ্গা উপজেলার একটি মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী

মঙ্গলবার সকালে অভিযুক্ত ধর্ষক দুই বন্ধু আশিক নিশানের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করেছে ধর্ষণের শিকার হওয়া দুই বান্ধবী

ঘটনায় কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ

পুলিশ জানায়, প্রায়া চার মাস আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামের ইয়াকিন আলীর ছেলে আশিক (১৭) তার বন্ধু একই গ্রামের আনারুল ইসলামের ছেলে নিশান (১৭) দুই বান্ধবীর সাথে পরিচয় হয় সেই পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গত রোববার রাত ৮টার দিকে নিশান মোবাইলের মাধ্যমে দুই বান্ধবীকে ডাক দেয় তারা বাড়ির বাইরে বের হলে নিশান মোটরসাইকেলে তুলে নিয়ে যায় উপজেলার হারদী মাঠের নির্জন বাশ বাগানে 

সেখানে আগে থেকেই অবস্থান করছিল নিশানের বন্ধু আশিক তারা দুই বন্ধু বিয়ের আশ্বাস দিয়ে তাদের নিজ নিজ নিজ প্রেমিকাকে ধর্ষণ করে পরে গভীর রাতে নিশান ধর্ষণের শিকার দুই বান্ধবীকে মোটরসাইকেলে বাড়ির কাছাকাছি পৌঁছে দিয়ে দ্রুত চলে যায়

মঙ্গলবার সকালে দুই বান্ধবী আলমডাঙ্গা থানায় তাদের নিজ নিজ প্রেমিকের নামে ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ তাদের ডাক্তারি পরিক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়


---------------------------------------------------------------------------------------------------


Two girlfriends raped in Alamdanga

(Source: - New Horizon - 09 November 2021, 24 Kartik 1428, 3 Rabiul Sunny 1443 AH)


Two girlfriends have been raped by their two friends in Alamdanga upazila of Chuadanga. Two

Girlfriend is a seventh grade student of a madrasa in Alamdanga upazila.


On Tuesday morning, the two rapist friends filed a complaint against the two accused friends Ashiq and Nishan at Alamdanga police station.


Police have not yet arrested anyone in the incident.


According to police, Ashik, 18, son of Yakin Ali of Osmanpur village in Alamdanga upazila and his friend Nishan, 18, son of Anarul Islam of the same village got acquainted with the two girlfriends about four months ago. From that identity a love affair developed between them. Last Sunday at around 8 pm, Nishan called his two girlfriends through his mobile phone. When they got out of the house, they took Nishan on a motorcycle to a secluded bush garden in Hardi field of the upazila.


Nishan's friend Ashiq was already there. They rape their respective girlfriends with the promise of marriage. Later in the night, Nishan drove away after raping two girlfriends near his house.


On Tuesday morning, the two girlfriends filed a rape case in the name of their respective boyfriends at Alamdanga police station. Police later sent them to Chuadanga Sadar Hospital for medical examination.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url