How to make money online? অনলাইনে কিভাবে উপার্জন করা যায় ?
How to make money online? অনলাইনে কিভাবে উপার্জন করা যায় ?
With the advancement of technology, the scope of human action has increased. There are many ways to make money online. But the sad truth is, many of us can't take advantage of them just because we don't have the right idea. How many people are sitting unemployed, suffering from depression due to lack of jobs, as much as they can easily earn some income, the standard of living can be improved one step further.
The answer to the question of how to make money online is a lot of work. The most popular of these are:
1. Freelancing
In the context of online income, the first word that is uttered is Freelancing. This is the most popular medium for online income. At present thousands of people in our country are earning money through freelancing. To make this medium more popular, government and non-government organizations are also arranging courses and training. Many have become self-sufficient with freelancing training, many are earning millions of rupees..
Freelancing is basically working under others. For those who want to do something on their own without it, a good option is to create your own website or blog.
Creating your own website is no longer a difficult task! Websites can be about a lot. Create a website with what you are an expert in. It could be a writing or a business website. You will also find many tutorials on YouTube with full directions on how to make and what to make. You can build a fairly quality website by looking at them. And if you want to make a professional website, you can make it with a developer or you can learn a professional job by taking a course on a WordPress site yourself.
When a lot of visitors or readers come to your website, you can earn money through Google AdSense or affiliate marketing. These have been discussed in detail later. The more traffic or visitors your website has, the higher your revenue will be.
3. YouTube
For those who are not interested in writing, but love working with a camera or are good at video editing, they can choose YouTube as a source of income. Many people are now earning lakhs of rupees by making videos with new ideas on the YouTube channel. But like blogging, you have to keep in mind, what people want to watch videos on, or what you can show the audience. We have to find such things and make good quality creative videos on it. Then very soon your YouTube channel will be popular and you will be able to start earning. Google will pay you per thousand "views" based on the number of subscribers, video viewing time, etc.
You can also use Google AdSense or Monetization or Affiliate Marketing as a source of income from YouTube channels. Also, if your channel is popular, various companies may offer you sponsorship, which can be a great source of income.
4. Online business
Online business is one of the most popular ways to become a millionaire at home. If you have some capital and a smartphone, you can go into business. In many cases online business does not require much capital. What is needed is a timely and far-reaching plan and the right course of action to implement it. Many are starting their business in a hurry, but they can't survive due to lack of coordination. Only by following the right guidelines and sticking with patience is it possible to succeed in business.
----------------------------------------------------------------------------------------------------------
প্রযুক্তির উন্নতির সাথে সাথে বেড়েছে মানুষের কর্ম পরিসর। অনলাইনে অর্থ উপার্জনের অনেক মাধ্যম তৈরি হয়েছে। কিন্তু দুঃখজনক সত্য, আমরা অনেকেই সেগুলোর সদ্ব্যবহার করতে পারছিনা শুধুমাত্র সঠিক ধারণা নেই বলে। কত লোক বেকার বসে আছে, চাকরির অভাবে হতাশায় ভুগছে, যেটুকু কাজে লাগিয়ে অনায়াসেই কিছু ইনকাম করা যায়, জীবনযাত্রার মান আরো একধাপ উন্নত করা যায়।
অনলাইনে কিভাবে অর্থ উপার্জন করবেন এ প্রশ্নের উত্তরে অনেক গুলো কাজের কথাই বলা যায়। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় উপায় হলো :
১. ফ্রিল্যান্সিং
অনলাইনে আয়ের প্রসঙ্গ আসলে সবার প্রথমে যে শব্দটি উচ্চারিত হয় সেটা হল ফ্রীল্যান্সিং (Freelancing)। এটিই অনলাইনে আয়ের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। বর্তমানে ফ্রীল্যান্সিং এর মাধ্যমে আমাদের দেশের হাজার হাজার মানুষ ঘরে বসে আয় করছে। এই মাধ্যমটিকে আরো জনপ্রিয় করে তোলার জন্য সরকারি বেসকারি সংস্থা কোর্স ও ট্রেনিং এর ব্যবস্থা ও করছে। অনেকেই ফ্রিল্যানসিংয়ের প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়েছেন, অনেকেই আয় করছেন লাখ লাখ টাকা।
২. নিজের ওয়েবসাইট বা ব্লগ তৈরি
ফ্রিল্যান্সিং মূলত অন্যের অধীনে কাজ করা। যারা সেটা না করে নিজে কিছু করতে চান তাদের জন্য ভাল একটি অপশন হল নিজের একটি ওয়েবসাইট বা ব্লগ তৈরি।
নিজের ওয়েবসাইট তৈরি করা এখন আর আহামরি কঠিন কাজ নয়! ওয়েবসাইট হতে পারে অনেক কিছু নিয়ে। কোন বিষয়গুলোতে আপনি এক্সপার্ট সেগুলো নিয়েই ওয়েবসাইট তৈরি করুন। এটা হতে পারে লেখালেখির কিংবা বিজনেস ওয়েবসাইট। কিভাবে বানাবেন কি নিয়ে বানাবেন তার পূর্ণাঙ্গ দিকনির্দেশনা নিয়ে ইউটিউবেও অনেক টিউটোরিয়াল পাবেন। সেগুলো দেখে একটি মোটামুটি মানের ওয়েবসাইট আপনি বানিয়ে নিতে পারবেন। আর যদি প্রফেশনাল ওয়েবসাইট বানাতে চান তাহলে ডেভেলপার দিয়ে বানিয়ে নিতে পারেন অথবা নিজেই একটি ওয়ার্ডপ্রেস সাইটের কোর্স করে শিখে ফেলতে পারেন প্রফেশনাল কাজ।
আপনার ওয়েবসাইট এ যখন প্রচুর দর্শক বা পাঠক আসবে তখন আপনি গুগল এডসেন্স কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আয় করতে পারবেন। এগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনার ওয়েবসাইটে ট্রাফিক বা দর্শক যত বেশি হবে, আপনার আয় ও তত বেশি হবে।
৩. ইউটিউব
লেখালেখিতে যারা উৎসাহ বোধ করেন না, কিন্তু ক্যামেরা নিয়ে কাজ করতে ভালবাসেন অথবা ভিডিও সম্পাদনায় পারদর্শী তারা আয় করার মাধ্যম হিসেবে বেছে নিতে পারেন ইউটিউব কে। ইউটিউব চ্যানেলে নিত্যনতুন আইডিয়া নিয়ে ভিডিও বানিয়ে এখন অনেকেই লাখ টাকাও আয় করছেন। তবে ব্লগিং এর মত এক্ষেত্রেও মাথায় রাখতে হবে, কোন বিষয়ে মানুষ ভিডিও দেখতে চায়, কিংবা কি দেখালে আপনি দর্শক ধরে রাখতে পারবেন। সেরকম বিষয় খুঁজে নিয়ে তার উপর ভাল মানের সৃজনশীল ভিডিও বানাতে হবে। তাহলে খুব দ্রতই আপনার ইউটিউব চ্যানেল দর্শকপ্রিয় হবে আর আপনি আয় শুরু করতে পারবেন। সাবস্ক্রাইবার সংখ্যা, ভিডিও দেখার সময় ইত্যাদির ওপর ভিত্তি করে প্রতি হাজার "ভিউ" হিসেবে গুগল আপনাকে অর্থ প্রদান করবে।
এছাড়া ইউটিউব চ্যানেল থেকে আয়ের উৎস হিসেবে আপনি গুগল এডসেন্স বা মনিটাইজেশন বা এফিলিয়েট মার্কেটিং ব্যাবহার করতে পারেন। এছাড়া আপনার চ্যানেল জনপ্রিয় হলে বিভিন্ন কোম্পানি আপনাকে স্পন্সরশিপ অফার করতে পারে, যেটা হতে পারে আয়ের বড় উৎস।
৪. অনলাইন ব্যবসা
বর্তমানে ঘরে বসে লাখপতি হওয়ার সবচেয়ে জনপ্রিয় উপায় হলো অনলাইন ব্যবসা। আপনার হাতে কিছু পুঁজি ও একটি স্মার্টফোন থাকলেই ব্যবসায় নেমে যেতে পারেন। অনলাইন ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি পুঁজির ও প্রয়োজন হয়না অনেক ক্ষেত্রে। প্রয়োজন যুগোপযোগী ও সুদূরপ্রসারী পরিকল্পনা ও তা বাস্তবায়নের সঠিক কর্মপন্থা। অনেকেই এখন হুটহাট করে ব্যবসা শুরু করে দিচ্ছেন ঠিকই , কিন্তু সমন্বয়ের অভাবে টিকে থাকতে পারছেন না। সঠিক গাইডলাইন অনুসরণ করে ধৈর্য সহকারে লেগে থাকতে পারলেই কেবল ব্যবসায় সফল হওয়া সম্ভব।