বাংলা জোকস : বিয়ের তারিখ ভুলে যাওয়া স্বামী - Bangla Tech Online
বাংলা জোকস:- বিয়ের তারিখ ভুলে যাওয়া স্বামী
এক লোক সব সময় ক্রিকেট নিয়ে মেতে থাকে। একদিন তার স্ত্রী গোমড়া মুখে বলল-স্ত্রী: তোমার শুধু সব সময় ক্রিকেট আর ক্রিকেট! তুমি তো বোধহয় আমাদের বিয়ের তারিখটাও বলতে পারবে না!
স্বামী: ছি ছি, তুমি আমাকে কী মনে কর! আমি কি এতই পাগল না কি? আমার ঠিকই মনে আছে।
স্ত্রী: তাহলে বলো তো, কবে আমাদের বিয়ে হয়েছিল?
স্বামী: যেবার শ্রীলঙ্কার সঙ্গে ইন্ডিয়ার খেলায় টেন্ডুলকার এগারো রানের মাথায় মুত্তিয়া মুরলিধরনের বলে আউট হয়ে গেল। সেদিনই তো আমাদের বিয়ে হলো!
বাংলা জোকস:- কান্না করার জন্য অপেক্ষা
স্বামী-স্ত্রী ঘুরতে বের হয়েছে। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পার্কের বেঞ্চের ওপর বসলো। এসময় স্ত্রী বাচ্চাটাকে স্বামীর কাছে দিলো। স্ত্রী অনেকক্ষণ পর স্বামীর কাছে থাকা বাচ্চাকে কোলে নিতে চাইলো-
স্ত্রী: ওগো, আমি কি বাবুকে একটু কোলে নিতে পারি?
স্বামী: কান্না করার জন্য অপেক্ষা করো।
স্ত্রী: কেন? কী হয়েছে?
স্বামী: আমি ওকে খুঁজে পাচ্ছি না।
-------------------------------------------------------------------------
বাংলা জোকস:- বিয়ের ব্যাপারে নিজের ওপর আস্থা
স্ত্রী: বাবা ফোন দিয়েছিলেন।
স্বামী: কেন?
স্ত্রী: তোমার শালার জন্য কনে পছন্দ করতে যাবেন, তোমাকেও সঙ্গে যেতে হবে।
স্বামী: তাকে বলো নিজের বিবেচনা খাটাতে।
স্ত্রী: কেন?
স্বামী: আমার ব্যাপারে আমি নিজেই কেমন সিদ্ধান্ত নিয়েছি, তা তো জানোই!
-----------------------------------------------------------------------------
বাংলা জোকস:- নাইট ক্লাবে স্বামী-স্ত্রীর দেখা
স্বামী: আজ আমি তোমার কাছে কিছুই গোপন রাখবো না। কী জানতে চাও বলো?
স্ত্রী: আমিও। আচ্ছা, আমাদের বিয়ের আগে তোমার কি কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল?
স্বামী: না, তবে মাঝে মাঝে নাইট ক্লাবে যেতাম আর কি!
---------------------------------------
বাংলা জোকস:- দাম বেশি বলে পেঁয়াজ কেনা বন্ধ
স্ত্রী: কী ব্যাপার! বাজার থেকে পেঁয়াজ আননি কেন, দাম বেশি বলে পেঁয়াজ আনবে না?
স্বামী: না, ঠিক তা নয়।
স্ত্রী: তাহলে?
স্বামী: পেঁয়াজ কাটতে বসে তুমি প্রতিদিন চোখের জল ফেলবে, দৃশ্যটা আমি সহ্য করতে পারি না।
স্ত্রী: তাই তো বলি, তোমাকে এতো চেনা চেনা লাগছে কেন!
এক নেতা গ্রেফতার হওয়ার পর তার কর্মীরা মিছিল করছে-
কর্মী: শামীম ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে।
শামীম: দেখিস, আমার ঘরে আবার...
কর্মী: শামীম ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে।
শামীম: দেখিস, আমার ঘরে আবার আগুন দিস না।
বাংলা জোকস:- প্রেমের প্রস্তাবে ধরা খেল যুবক
মামুন তার কলেজের এক মেয়েকে বলল-
মামুন: আমি তোমাকে ভালোবাসি। এখন তুমি আমাকে বলো।
মেয়ে: আমি এখন স্যারকে গিয়ে বলব।
মামুন: আরে বোকা, স্যারকে বইলো না।
মেয়ে: কেন?
মামুন: স্যারের তো বিয়ে হয়ে গেছে।
----------------------------------------------------------------
বাংলা জোকস:- বোনের আংটি প্রেমিকাকে দিলো
একদিন বাবুল তার বন্ধুকে বলছে-
বাবুল: দোস্ত, আমি আমার প্রেমিকার জন্মদিনে ছোট বোনের হীরার আংটিটা চুরি করে গিফট দিয়েছি।
বন্ধু: শালা, দেব একটা চড়। অনেক কষ্ট করে আমি আংটিটা কিনেছিলাম!
বাবুল: এত রাগ করিস কেন রে বেকুব?
বন্ধু: রাগ করবো না মানে?
বাবুল: আংটিটা তো তোর বাসায়ই গেছে!
------------------------------------------------------------------------
বাংলা জোকস:- স্ত্রীর কাছ থেকে সারপ্রাইজ গিফট
১ম বন্ধু: তোর স্যুটটা তো বেশ সুন্দর। কোথায় পেলি?
২য় বন্ধু: এটা আমার স্ত্রী দিয়েছে একটা সারপ্রাইজ গিফট হিসেবে।
১ম বন্ধু: কেমন সারপ্রাইজ?
২য় বন্ধু: আমি অফিস থেকে ফিরে দেখি সোফার উপর স্যুটটা পড়ে আছে।
----------------------------------------------------------------------------
বাংলা জোকস:- গাড়ির ব্রেক ফেল হলে করণীয়
নান্টু আর পিন্টু গাড়ি করে যাচ্ছিল। চালকের আসনে ছিল পিন্টু-
নান্টু: কিরে, এত জোরে গাড়ি চালাচ্ছিস কেন?
পিন্টু: দোস্ত, গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে!
নান্টু: আরে গাধা, তাহলে গতি বাড়াচ্ছিস কেন? গতি কমা!
পিন্টু: না, না! যে করেই হোক, অ্যাকসিডেন্ট হওয়ার আগে আগে বাড়ি পৌঁছতে হবে!
------------------------------------------------------------------------------
বাংলা জোকস:- প্রেমিককে ধোকা দিলো প্রেমিকা
প্রেমিকা: দরজা-জানালা বন্ধ করে দাও!
প্রেমিক: কেন?
প্রেমিকা: তোমাকে একটা গোপন জিনিস দেখাব!
প্রেমিক: সত্যি?
প্রেমিকা: হ্যাঁ, আগে সবকিছু বন্ধ করে দাও, যাতে আলো না আসে!
প্রেমিক: তারপর?
প্রেমিকা: আমার কাছে আসো
প্রেমিক: ওহ! আর কী করবো বলো?
প্রেমিকা: এবার দেখো, আমার ঘড়িতে লাইট জ্বলে!
--------------------------------------------------------------------------------