বাংলা জোকস :- তোর ভাবির সাথে -Bangla Funny Jokes-Bangla tech online


তোর ভাবির সাথে

-----------------------------

একদিন হাবলু হঠাৎ তার ভাবিকে ধরে প্রচুর মারধর করতে লাগল! সবাই অবাক হয়ে হাবলুকে থামালো আর জিজ্ঞেস করল-
প্রতিবেশী : তুমি তোমার ভাবিকে মারছ কেন?
হাবলু : আমার ভাবি ভালো মহিলা না!
প্রতিবেশী : তুমি কীভাবে বুঝলা?
হাবলু : আর বইলেন না! আমি আমার যেই বন্ধুকেই ফোনে কথা বলতে দেখে জিজ্ঞেস করি, কার সাথে কথা বলিস? সেই বন্ধুই উত্তর দেয়, তোর ভাবির সাথে!

-----------------------------------------------------------------------------------------------------------

স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর যা হলো

স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। দু’জনই চিৎকার-চেঁচামেচি করে কথা বলছেন-
স্ত্রী: তুমি আমার সঙ্গে চিৎকার করে কথা বলছ কেন?
স্বামী: তোমার মতো বউয়ের সঙ্গে চিৎকার করে কথা না বলে মিষ্টি সুরে কথা বলব না কি!
স্ত্রী: সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজে দেখো, এই আমার মতো বউ আরেকটা পাও না কি!
স্বামী: তুমি কী ভাবছ, দ্বিতীয়বারও আমি তোমার মতোই বউ খুঁজব?


------------------------------------------------------------------------------------------------

স্ত্রী হারানো স্বামীর স্বপ্ন
এক ভদ্রলোক থানায় এসে বললেন-
ভদ্রলোক: আমার স্ত্রী হারিয়ে গেছে।
ইন্সপেক্টর: কবে?
ভদ্রলোক: একমাস আগে!
ইন্সপেক্টর: তাহলে এতদিন পর বলছেন কেন?
ভদ্রলোক: গতকাল পর্যন্ত মনে হচ্ছিল, আমি স্বপ্ন দেখছি!

-------------------------------------------------------------------------------------

টাকা না থাকলে স্ত্রীকে চেনা যায়

থাইল্যান্ডে হানিমুনে গেছে এক দম্পতি-
স্বামী: আজ যদি আমার এতো টাকা-পয়সা না থাকতো, তাহলে হয়তো আমরা এই বিলাসবহুল হোটেলে থাকতে পারতাম না।
স্ত্রী: হ্যাঁ। হয়তো আমাদের থাইল্যান্ডেও আসা হতো না। তার চেয়ে বড় কথা, এসব কথা বলার জন্য আমাকেও পাশে পেতে না!


নিউজ পেতে এখানে ক্লিক করুন



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url